অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে চাইলে এই ব্লক পোস্ট আপনার জন্য। আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন এবং আবেদন করার পর থেকে ফিঙ্গার দেওয়া কমপ্লিট করে থাকেন তাহলে আপনি খুব শীঘ্রই আপনার স্মার্ট কার্ড পেয়ে যাবেন।
ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে একটি তারিখ উল্লেখ করে দিয়ে বিআরটিএ তে আসতে বলা হয় স্মার্ট কার্ড নেওয়ার জন্য কিন্তু সেই তারিখের মধ্যে আপনার স্মার্ট কার্ড আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে কিনা সেটা আপনি হয়তো জানেন না। আপনি চাইলে অনলাইনে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা।কিভাবে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা? অনলাইন থেকে কিভাবে সেটা জানতে পারবেন তার সকল নিয়ম-কানুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিব আপনি সেইভাবে চেক করলেই জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড টি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে আপনি বিআরটিএ থেকে কালেক্ট করে নিবেন।
আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা সেটা জানার জন্য অনলাইন থেকে জানতে পারবেন তবে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করতে হবে আপনার কম্পিউটার বা মোবাইলের যে কোন একটি ডিভাইস থাকলে আপনি খুব সহজে আপনার স্মার্ট কার্ডের তথ্য পেয়ে যাবেন।
✳️অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রথম ধাপ সময়।
বিয়ারটে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আমি সাজেস্ট করব আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করুন কারণ সবার কাছে এখন স্মার্টফোন থাকে যার জন্যে স্মার্টফোনের মাধ্যমে দেখতে খুব সহজ হবে সবার জন্য, আপনি আপনার ফোনের ফরম ব্রাউজারটি ওপেন করে নিবেন যদি আপনার ফোন ব্রাউজার ইন্সটল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেন।
✳️ড্রাইভিং লাইসেন্স অনলাইন থেকে চেক করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে আপনার মোবাইল ফোনের Chrome ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিবেন, এর পরে একটি নিউ ট্যাব ওপেন করে নিবেন, তারপরে সার্চ বারে টাইপ করে সার্চ করবেন my.brta.gov.bd/dl_status.php বিস্তারিত নিচের ছবিতে দেখিয়েছি।
অথবা আপনার যদি উপরের এড্রেস টাইপ করতে প্রবলেম হয় সে ক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করার ওয়েবসাইটে খুব সহজে প্রবেশ করতে পারবেন। বিআরটিএর সাইটে প্রবেশ করলে নিচের দেখানো ছবির মতন একটি পেজ আপনার সামনে দেখতে পারবেন।
আপনি DL Ref No. খালি ঘর পাবেন, উপরে ছবি দেখুন। যেখানে আপনার DL Ref No.নাম্বারটি বসাতে হবে,(আপনি ফিঙ্গার দেওয়ার পরে যে পেপারটা পেয়েছিলেন সেখানে ডিএল রেফারেন্স নাম্বার উল্লেখ করা আছে) DL Ref No বসানো শেষ হলে তার নিচে দেখতে পারবেন Date of Birth – আপনার জন্মসাল বসিয়ে দিন, জন্মসাল বসানো শেষ হলে নিচের “সাবমিট” এর উপরে ক্লিক করে দিন।
আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থা নিচের ছবির ন্যায় দেখতে পারবেন। আপনি তখন জানতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড নকল নাকি আসল অথবা আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ না করেন তাহলে স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড টি বর্তমান কোথায় কিভাবে আছে। আপনি স্ট্যাটাসে যদি দেখেন স্মার্ট কার্ডের দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে আপনি তখন সেই বিআরটিএ থেকে সংগ্রহ করতে পারবেন।
✳️গুরুত্বপূর্ণ কিছু টিপস
-
সড়কে গাড়ি চালানোর সময় নিচের উল্লেখিত কাগজপত্র সাথে রাখতে হবেঃ
-
গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স,
-
মোটরযানের রেজিস্ট্রেশন সনদপত্র, বুলুবুকসহ
-
হালনাগাদ ট্যাক্সটোকেন,
-
হালনাগাদ ফিটনেস সনদ (বাইক ব্যতিত সকলের),
-
হালনাগাদ রুট পারমিট (শুধুমাত্র বাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে),
✳️বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স চেকিং ওয়েবসাইট থেকে আপনি যে সকল তথ্য পাবেন।
✳️মােটরযান সংক্রান্ত সেবা সমূহ।
-
মােটরযান নিবন্ধন এবং মালিকানা বদলী
-
ফিটনেস নবায়ন
-
ট্যাক্স টোকেন নবায়ন
-
রুট পারমিট ইস্যু এবং নবায়ন
-
ইঞ্জিন পরিবর্তন
-
রং পরিবর্তন
-
তথ্য সংশােধন
-
টায়ারের প্রস্থ সংশােধন
-
স্থানান্তর/এনডাের্সমেন্ট
-
প্রতিলিপি
-
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
-
রেট্রোরিফ্লেকটিভ নাম্বার প্লেট
✳️লাইসেন্স সংক্রান্ত সেবা সমূহ
-
ড্রাইভিং লাইসেন্স ইস্যু
-
ড্রাইভিং লাইসেন্স নবায়ন
-
ড্রাইভিং লাইসেন্স সংশােধন
-
লাইসেন্সের ধরণ পরিবর্তন
-
ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি
-
ইন্সট্রাক্টর লাইসেন্স
-
কন্ডাক্টর লাইসেন্স
✳️বিভিন্ন ফি সমূহ
-
মােটরযান সংক্রান্ত নিবন্ধন ফি
-
ফিটনেস নবায়ন ফি এবং ট্যাক্স টোকেন নবায়ন ফি
-
বাৎসরিক অনুমিত আয়কর
-
মালিকানা বদলী ফি
-
রুট পারমিট ইস্যু এবং নবায়ন ফি
-
ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত।
✳️বিভিন্ন অনুমােদন সমূহ
-
সাধারণ প্রশ্নোত্তর
-
মােটর ড্রাইভিং ট্রেনিং স্কুল
-
সিকেডি অনুমােদন
-
মােটরযানের টাইপ অনুমােদন