কিভাবে এনআইডি কার্ড ছাড়াই নগদ এর একাউন্ট ক্রিয়েট করতে হয়? যদি আপনি এনআইডি কার্ড ছাড়াই নগদ এর একাউন্ট করতে চান তাহলে অবশ্যই এই এখন টাইম ব্লগপোষ্ট আপনার জন্য।
প্রিয় দর্শক, এনআইডি কার্ড ছাড়াই নগদ এর একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটি কোড ডায়াল করতে হবে, আপনি যে নাম্বার থেকে নগদ এর একাউন্ট ক্রিয়েট করবেন সেই কোডটা সেই নাম্বার থেকে ডায়েল করবেন। আপনি প্রথমে ডায়াল করুন ★১৬৭#, ডায়াল করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস শো হবে এখানে দেখেন।
উপরে ছবিতে দেখেছেন, সেট করুন 4-digit পিন, প্রথমে আপনার সুবিদা মতো 4-digit পিন সেট করুন, কনফার্ম করার জন্য পুনরাই এয়াকি পিন আবারো সেট করে ওকে তে ক্লিক করুন।
এখন আপনাকে সিলেক্ট করতে হবে রেগুলার,রেগুলার হলো নগদ একাউন্টের ক্যাটাগরি, আপনি চাইলে পরবর্তীতে এপস ব্যবহার করে রেগুলার থেকে ইসলামিক ক্যাটাগরিতে ট্রান্সফার হতে পারবেন।তারপর দেখবেন ১ ও ২, নাম্বার ১ হলো আপনি কি এই একাউন্ট থেকে লাভ বা সুধ নিতে চান? যদি নিতে চান তাহলে নাম্বার ১ ক্লিক করবেন যদি সুদ না নিতে চান তাহলে নাম্বার ২ টাইপ করে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস এ দেখবেন- প্লীজ ওয়াইট ফর কনফার্মেশন এসএমএস, আপনার নিকট একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে আসার পরে আপনি আপনার এই একাউন্টে প্রবেশ করতে পারবেন।
আপনাকে এখন কনফার্ম এসএমএস পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কনফার্ম এসএমএস আসলে আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন। এসএমএস চলে আসলে ডায়াল করবেন ★১৬৭#, ডায়েল করলে দেখতে পারবেন আপনার একাউন্টটি এনআইডি কার্ড ছাড়াই ওপেন হয়েছে।
আপনার একাউন্ট সটিক ভাবে ওপেন হয়েছে কিনা তা চেক করার জন্য প্রথমে একাউন্ট ব্যালেন্স চেক করে দেখুন। ব্যালেন্স চেক করার জন্য প্রথমে ডায়াল করুন *১৬৭#, তার পরে ৭ সিলেক্ট করে ক্লিক করুন, করার পরে ১ টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন, তার পরে আপনার ৪ সংখ্যার পিন কোড টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন, তখন দেখতে পারবেন আপনার একাউন্ট ব্যালেন্স ০ টাকা। আপনারা তখন নিশ্চিত হতে পারবেন যে আপনার একাউন্ট ১০০% এনআইডি ছাড়াই ওপেন হয়েছে।
এখন আপনার এই একাউন্টটা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে পারবেন, কিভাবে সেটা করতে হয় সেটাও আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। নগদ এর একাউন্ট এপস এর মাধ্যমে ব্যবহার করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর সার্চ অপশনে টাইপ করবেন ‘নগদ’ টাইপ করে সার্চ এ ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে এখানে দেখেন সগদ এর এপস, তখন ইনস্টল এর উপর ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যে ইন্সটল হবে, কমপ্লিট হলে ওপেন এর উপর ক্লিক করে দিবেন, প্রথমে মোবাইল নাম্বার বসাতে হবে- বসানোর পরে আপনার পোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং সেই ঔটিপি আপনার এখানে অটোমেটিক সেট হবে নগদের একাউন্টে, তবে যে মোবাইলে নগদের এপস ব্যবহার করবেন ঠিক সেই মোবাইলে আপনার ফোন নাম্বার এক্টিভ রাখতে হবে। এখন আপনাকে ৪ সংখ্যার পিন বসাতে হবে, বসানোর পরে লগইন বাটনে ক্লিক করুন তাহলে তখনই আপনা৷ একাউন্ট ওপেন হবে।
এখানে দেখেন, ব্যালেন্স,সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ট্রান্সফার মানি, ইন্সুরেন্স পলিসি অন্যান্য সেবা সমূহ এখন থেকে আমি সবকিছু লেনদেন করতে পারবেন। প্রিয়ো পাঠক আপনার কিন্তু এভাবে একটি একাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, আর যদি ব্লগ পোস্টে কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে “Tech Mahbub” ইউটিউব চ্যানেলে এই টপিক নিয়ে ভিডিও পাবেন- সময় করে সেটা দেখুন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। কিছু জানার বা বলার থাকলে কমেন্ট করুন, ধন্যবাদ।