আসসালামু আলাইকুম, নগদ একাউন্ট, এখন টাইম ডট কম এর মাধ্যমে আজকে আপনারা শিখবেন, কিভাবে জাতীয় পরিচয় পত্র ‘’এন আই ডি’’ কার্ড ছাড়াই নগদ মোবাইল একাউন্ট ওপেন করা যায়। এন আইডি কার্ড ছাড়া নগদ মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলে কিভাবে টাকা লেনদেন করা যায়? সেটা এই ব্লক পোস্টের মাধ্যমে শিখতে পারবে।
প্রিয় পাঠক, আপনি যদি নগদের মোবাইল ব্যাংকিং এর একাউন্ট ওপেন করতে চান তাহলে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে, আপনার সিম কার্ড যদি বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীন, টেলিটক হয়ে থাকে কোন সমস্যা নেই আপনি যে কোন কোম্পানির সিম দিয়ে নগদের মোবাইল ব্যাংকিং একাউন্ট ওপেন করতে পারবেন খোকার এনআইডি কার্ড ছাড়া।
প্রথমেই কোডটি ডায়াল করেন, *167# ডায়াল করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেসও করবে, ছবি দেখুন, উপরে যে ছবিটা দেখছেন তেমন, ছবিতে বলা আছে ‘’Set 4-digit PIN:’’আপনি এখন যেটা করবেন, একটা চার সংখ্যার ইউনিক কোড, যেটা আপনি ছাড়া আর কেউ জানে না, যেটা শুধুমাত্র আপনি মনে রাখতে পারবেন, তেমন একটি চার সংখ্যার কোড ওইখানে বসান। বসানো কমপ্লিট হলে দুইটা বাটন দেখবেন, একটা হচ্ছে ‘’ক্যানসেল’’ আর সেকেন্ডটা হচ্ছে ‘’সেন্ড’’, আপনি চার সংখ্যার কোড বসানোর পরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে ‘’উপরে ছবি দেখুন’’ ছবিতে দুইটা অপশন দেখছেন, একটা হচ্ছে রেগুলার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসলামিক। আপনি কি ইসলামিক একাউন্ট খুলবেন নাকি রেগুলার অ্যাকাউন্ট ওপেন করবেন?? রেগুলার অ্যাকাউন্টের সুদ গ্রহণ করা যাবে কিন্তু ইসলামিক একাউন্টের সুদ গ্রহণ করা যাবে না। আপনি যদি সুদ গ্রহণ করতে চান তাহলে রেগুলার অ্যাকাউন্ট ওপেন করবেন, আর আপনি যদি সুদ গ্রহণ করতে না চান তাহলে ইসলামিক একাউন্ট তৈরি করবেন।
আমি সুদ গ্রহণ করবো না, তার জন্য উপরের ছবির দেখানোর দুই নাম্বার অপশন থেকে ইসলামিক সিলেক্ট করব, তার জন্য যেটা করব ইসলামিক নাম্বার টা ২, তার জন্য যেটা করবো এখানে আমি দুই টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে দিব। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার নেক্সট পেজে নিয়ে চলে যাবে।পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন আপনার ফোনে একটি কনফারমেশন এসএমএস আসবে তার জন্য অপেক্ষা করুন, আপনি কিছুক্ষণ পরে দেখবেন আপনার ফোনে একটা এসএমএস চলে এসেছে যে আপনার নগদের একাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন জাস্ট দু এক মিনিটের ভিতরেই সহজ সিস্টেমের মাধ্যমে, আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে ঘরে বসে এনআইডি কার্ড ছাড়াই একটি নগদে একাউন্ট তৈরি করে নিতে পারেন, সেখান থেকে আপনি একটি সুদ বিহীন নগদের একাউন্ট ক্রিয়েট করে নিতে পারছেন। তাই চেষ্টা করবেন আপনারা ঘরে বসে সুদ বিহীন একটি নগদের একাউন্ট ক্রিয়েট করার জন্য।
সতর্কতাঃ যেহেতু আপনি এনআইডি কার্ড ছাড়া একটি নগদের অ্যাকাউন্ট তৈরি করছেন, তার জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে, যদি কোন ভাবে কোন রকমেই আপনি পাসওয়ার্ড ভুলে যান, সে ক্ষেত্রে আপনি ওই নগদের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। যদি পুনরায় ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে নিকটস্থ যেকোনোদের কাস্টমার কেয়ারে যেতে হবে, তারপরে আপনার নগদের একাউন্টে এক্টিভ করতে হবে। তাই চেষ্টা করবেন Password সংরক্ষণ করতে। যদি আপনি পাসওয়ার্ডটি সংরক্ষণ করেন পাসওয়ার্ড ভুলে না যান, তাহলে আপনার নগদের একাউন্ট একটিভ থাকবে। কোন ভাবেই ডিএকটিভ হবে না, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
উপরের নিয়ম মেনে আপনি একটা নগদের একাউন্ট ক্রিয়েট করুন এবং উপরে সতর্কতা মেনে চলুন তাহলে আপনি আপনার নগদের একাউন্ট থেকে যেকোনো পরিমাণের অ্যামাউন্ট খুব সহজেই লেনদেন করতে পারবেন, কোন প্রকার সমস্যা ছাড়াই। তবে আপনি এই নগদের একাউন্ট দিয়ে কোন প্রকার বিল পেমেন্ট করতে পারবেন না, একাউন্টে শুধুমাত্র এই তিনটা কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন, তাই মনে রাখবেন আপনি শুধুমাত্র ক্যাশ ইন, ক্যাশ আউট,সেন্ড মানি করার জন্য এই নগদ ব্যবহার করতে পারবেন। যদি আপনি বিল পেমেন্ট করার জন্য এই নগদ একাউন্টে ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে একাউন্ট ম্যানেজ থেকে আপনি আপনার আইডি কার্ড দিয়ে একাউন্টটি এক্টিভ করে নিন।