আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা কমপ্লিট করে থাকেন, তাহলে এখন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে রেজাল্ট পাওয়ার জন্য তবে আপনি যদি অনলাইনে রেজাল্ট দেখতে চান তাহলে এই পোস্টে আপনার জন্য। আপনি এখান থেকে আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাব এর মাধ্যমে অনলাইন থেকে রেজাল্ট ঘরে বসে দেখে নিতে পারবেন। কিভাবে দেখতে হয় বা খুঁজে বের করতে হয়? আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করেছেন কিনা সেটা দেখার জন্য নিচের ছবি এবং বিস্তারিত পড়ুন, তাহলে খুব সহজে আপনার রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন, যে আপনি আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন।
বিআরটিএ সার্ভিস পোর্টাল এর সকল ড্রাইভিং লাইসেন্স লিখিত এবং ভাইবা পরীক্ষার ফলাফল দেখুন ডিসিটিবি রেজাল্ট এর ক্যাটাগরি ওয়েবসাইট – বিআরটিএ সার্ভিস পোর্টাল সাইটে,এখান থেকে জানতে পারবেন পারবেন শাখা তারিখ এবং পরীক্ষার স্থান অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফলাফল।
প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা উপরের ছবিটা দেখতে পারবেন। ওয়েব সাইটে প্রবেশ করার জন্য নিচে একটা লিংক পেয়ে যাবেন, যেখানে টাইম কাউন্টডাউন হচ্ছে, টাইম কাউন্ট ডাউন শেষ হলে আপনি একটা লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করলে উপরে ছবিতে দেখা পেজে আপনি সরাসরি যেতে পারবেন।
আপনি আবারো ছবিটি ভালো করে লক্ষ্য করুন, সেখানে আমি যেভাবে পূরণ করেছি আপনারাও সেভাবে সঠিকভাবে পূরণ করুন, প্রথমেই “BRANCH” পূরণ করুন, দ্বিতীয়তঃ ‘’EXAM VENUE’’ পূরণ করুন এবং তৃতীয়তঃ পরীক্ষার ‘’DATE’’ সঠিকভাবে পূরণ করুন, চতুর্থ কাজ হচ্ছে ‘’SECURITY CODE’’ এবং পঞ্চমত ‘’ENTER SECURITY CODE HERE’’
মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে ‘’SECURITY CODE’’ এর নিচে কিছু সংখ্যা দেখতে পারবেন, সে সংখ্যাগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন, সে সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো সুন্দরভাবে বোঝার পরে সেই সংখ্যাগুলো ‘’ENTER SECURITY CODE HERE’’ তার নিচে যে ঘর দেখতে পারবেন, সেই ঘরের নিচে টাইপ করুন। তারপরে ‘’VIEW’’ বাটনের উপর একটি ক্লিক করুন।
উপরের ছবি দেখুন, ‘’VIEW’’ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আমার একটি ইন্টারফেস শো করবে সেখানে দেখতে পারবেন-Roll Number, Learner Number, Examinee Name, Father's Name,Passed Vehicle Class, Result, (রোল নম্বর, শিক্ষার্থীর নম্বর, পরীক্ষার্থীর নাম, পিতার নাম, উত্তীর্ণ যানবাহনের ক্লাস, ফলাফল)।
এভাবে দেখার পরে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন, আপনার অনুপস্থিতির কারণে এ্যাপসন দেখাচ্ছে, আপনি যদি পাশ করেন তাহলে তো খুবই ভালো, যদি কোন ভাবে absent করেন অথবা পরীক্ষায় ফেল করে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, পুনরায় বিআরটিএ অফিসে যোগাযোগ করতে হবে। অফিসে যোগাযোগ করার পরে তাদের সাথে কথা বলে, পুনরায় আবারো পরীক্ষার ডেট নিতে হবে, ডেট নেওয়ার পরে আপনি তখন আবারো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনি এভাবে রেজাল্ট দেখতে পারবেন ।
আমি আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনার যদি প্রথম থেকে সুন্দরভাবে এটা পড়ে তারপরে এভাবে চেষ্টা করেন, তাহলে আপনি খুব সহজেই আপনার রেজাল্টটা দেখতে পারবেন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নাকি উত্তীর্ণ হননি, যদি কোন ভাবে এই ব্লক পোষ্টটি আপনার পড়তে বা বুঝতে অসুবিধা হয় বা কোন কিছু বুঝতে না পারেন, সে ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, যে আপনার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বা আপনার সমস্যার কথা জানাবেন, তাহলে আমরা যেটা করব, আপনার সাথে কথা বলে খুব সহজেই আপনার সেই বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
আশা করি এখন টাইম ডট কম এর ব্লক পোষ্টটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ব্লক পোষ্টটি নিজে পড়ুন এবং অন্যকে পড়তে দেওয়ার জন্য তাদের সাথে শেয়ার করুন। আজকের ব্লক পোস্টটি এই পর্যন্ত, পরবর্তী ব্লক পোস্টটি পড়ার জন্য আমাদের সাথে থাকুন,ধন্যবাদ ।